চ্যানেল আই প্রাঙ্গণে সৈয়দ হকের প্রথম জানাজা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৫:০০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের প্রথম জানাজা রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে তার মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে আনা হয়। এ সময় তার মরদেহে শ্রদ্ধা জানান বিশিষ্টজনরা।

সৈয়দ হকের প্রথম জানাজায় উপস্থিত ছিলেন ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, তার পরিবারের সদস্য এবং শিল্প-সাহিত্য অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

চ্যানেল আই প্রাঙ্গণে তার মরদেহ ২০ মিনিট রাখা হয়। জানাজা শেষে ১০টা ২৭ মিনিটের দিকে তার মরদেহ বাংলা একাডেমির পথে নেয়া হয়। বাংলা একাডেমি থেকে সর্বোস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখান থেকে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে মরদেহ হেলিকপ্টারে করে গ্রামের বাড়ি কুড়িগ্রামে নেওয়া হবে। সেখানেই সব্যসাচী এই লেখককে দাফন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল ৫টা ২৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সব্যসাচী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

এআর/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।