দেশে উদ্বৃত্ত খাদ্যশস্য ১২ লাখ মেট্রিক টনের বেশি


প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশের খাদ্য চাহিদার তুলনায় দেশে খাদ্য শস্য উদ্বৃত্ত রয়েছে প্রায় ১২ দশমিক ২০ লাখ মেট্রিকটন। হিসাব অনুযায়ী বাংলাদেশের উদ্বৃত্ত চালের পরিমাণ ২৭ লাখ ৭০ মেট্রিক টন। পক্ষান্তরে গমের ঘাটতি প্রায় ১৫ দশমিক ৫০ লাখ মেট্রিক টন। এ ঘাটতি যোগ বিয়োগ করে বর্তমান উদ্ধৃত্ত ১২ দশমিক ২০ লাখ মেট্রিক টন।

জাতীয় সংসদে মঙ্গলাবার সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী আমজাদ হোসেন মিলনের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ এসব তথ্য জানান।

লিখিত উত্তরে জানানো হয়, দেশে ২০১৫-১৬ অর্থ-বছরে প্রাক্কলিত জনসংখ্যা প্রায় ১৫ দশমিক ৯১ কোটি। বিআইডিএসের ২০১২ সালের সমীক্ষা অনুযায়ী চালের জনপ্রতি দৈনিক চাহিদা প্রায ৪৬২ গ্রাম ও গমের চাহিদা প্রায় ৪৬ দশমিক ২১ গ্রাম। সে হিসেবে মোট খাদ্যশস্যের চাহিদা প্রায় ২৯৫ দশমিক ৪৩ লাখ মেট্রিক টন যার মধ্যে চালের চাহিদা ২৬৮ দশমিক ৬০ ও গম ২৬ দশমিক ৮৩ লাখ মেট্রিকটন।

খাদ্যমন্ত্রী সংসদে আরো জানান, ২০১৫-১৬ অর্থবছরে খাদ্যশস্যের নীট উৎপাদন ছিল ৩০৭ দশমিক ৬০ লাখ মেট্রিক টন। যার মধ্যে চালের পরিমাণ ২৯৬ দশমিক ৩০ লাখ মেট্রিক টন আর গম ২১ দশমিক ৩০ মেট্রিক টন।

দিদারুল আলমের অপর এক প্রশ্নের লিখিত জবাবে খাদ্যমন্ত্রী জানান, ইরি মৌসুমে সাত লাখ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সাড়ে ৭ লাখ মেট্রিকটন সিদ্ধ চাল এবং এক লাখ মেট্রিক টন আতপ চাল ক্রয়েরও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।