খিলগাঁওয়ে ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ১৬টি ককটেল ও বিপুল পরিমাণ বোমা তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার হাওয়াই গলির ৩৩৩/ডি/১ নং বাসার ৫ম তলার একটি কক্ষ থেকে এসব উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।

বিষয়টি নিশ্চত করেছেন খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই মো. আরিফ হোসেন। তিনি জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই বাসায় রাত ৮টা ১০ মিনিটের দিকে অভিযান চালায়। এ সময় ১৬টি ককটেল ও বিপুল পরিমাণ বোমা তৈরির বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, নাশকতার উদ্দেশ্যে কোনো চক্র ওই বাড়িতে ককটেল ও বিস্ফোরক দ্রব্য মওজুত করে রাখা হয়েছিল।

কে বা কারা ওই বাসায় এসব মজুত করেছে সে সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। তাদের আটক করতে অভিযান শুরু করা রয়েছে বলেও জানান তিনি।

জেইউ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।