প্রেসক্লাবে প্রতীকী অনশনে শ্রমিক নেতাকর্মীরা
তোবা গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস অবিলম্বে দেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকদের ৩০টি সংগঠনের নেতা-কর্মীরা প্রতীকী অনশন শুরু করেছেন। সোমবার সকাল ১০টায় এ অনশন শুরু করেন তারা।
অনশনের শুরুতে শ্রমিক কর্মচারী অভিযোগ করেন, বিজিএমইএ চাইলেই সংগঠনের কল্যাণ তহবিল থেকে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দিতে পারত। সরকারও চাইলে শ্রমিক কল্যাণ তহবিল থেকে এ অর্থ দিতে পারত। কিন্তু দুই পক্ষের কারোরই সদিচ্ছা ছিল না। তারা তোবা গ্রুপের মালিক দেলোয়ারকে কারাগার থেকে বের করে আনতে শ্রমিকদের জিম্মি করেছে।
এদিকে সংক্ষুব্ধ নারী সমাজ ও নাগরিক ঐক্য নামের দুটি সংগঠন একই দাবিতে মানববন্ধন পালন করছে। প্রেসক্লাবের সামনের রাস্তায় এসব কর্মসূচি ঘিরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।
তোবা গ্রুপের শ্রমিকেরা আজ সোমবার অষ্টম দিনের মতো তাদের অনশন চালিয়ে যাচ্ছেন। গতকাল পর্যন্ত ৯৯ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।