কুতুবদিয়ায় ট্রলার ডুবি : আরো এক মৃতদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১২ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় আরো এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় ৯টি মৃতদেহ উদ্ধার হলো।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় মহেশখালী ধলঘাটা ইউনিয়নের হাঁসের ডেইল এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। গতকাল সোমবারও একই এলাকা থেকে আরো একটি মৃতদেহ উদ্ধার হয়েছিল।

মহেশখালী থানা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, মহেশখালীর ধলঘাটা উপকূলের হাঁসের ডেইল এলাকায় লাশটি পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বেলা সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে। পঁচা-গলা মৃতদেহটির বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছর হতে পারে।

ধারণা করা হচ্ছে, লাশটি কুতুবদিয়ায় সংঘটিত ট্রলার ডুবির ঘটনায় মৃত্যুর শিকার যে কারো লাশ হতে পারে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুতুবদিয়া চ্যানেলের ৭০জন যাত্রী নিয়ে এফভি ইদ্রিস নামে ওই ট্রলারটি ডুবে যায়। সন্ধ্যা নাগাদ ডুবে যাওয়া ট্রলারসহ ৪৩ জনকে উদ্ধার করা হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারের কেবিন থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করে কোস্টগার্ড। এরপর সোমবার ও মঙ্গলবার আরো দুটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।