জাতীয় সম্প্রচার নীতিমালা মন্ত্রিসভায় উঠছে আজ


প্রকাশিত: ০৪:২৯ এএম, ০৪ আগস্ট ২০১৪

আজ সোমবার মন্ত্রিসভায় নিয়মিত বৈঠকে উঠছে জাতীয় সম্প্রচার নীতিমালা। সরকার এ নীতিমালার কয়েকটি ধারার মাধ্যমে এর অপব্যবহার করতে পারেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টদের। তবে সরকারের সংশ্লিষ্টরা বলছে, গণমাধ্যম স্বাধীন। নীতিমালার প্রয়োজনে এটি করা হচ্ছে। তথ্য মন্ত্রণালয় ইতিমধ্যে এর খসড়া চূড়ান্ত করেছে।

খসড়া নীতিমালায় বলা হয়েছে- সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং বাংলাদেশের রাষ্ট্রীয় আদর্শ ও নীতিমালা সমুন্নত রাখতে হবে। রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন সামরিক, বেসামরিক বা সরকারি তথ্য প্রচার করা যাবে না।

নীতিমালা অনুযায়ী, সশস্ত্রবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কোনো বাহিনীর প্রতি কটাক্ষ বা অবমাননাকর দৃশ্য বা বক্তব্য প্রচার করা যাবে না। অপরাধীদের দণ্ড দিতে পারেন এমন সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তি বিনষ্ট করার মতো দৃশ্য বা বক্তব্যও প্রচার করা যাবে না। জনস্বার্থ বিঘ্নিত হতে পারে এমন কোনো বিদ্রোহ, নৈরাজ্য ও হিংসাত্মক ঘটনা প্রচার করা যাবে না।

অনুমোদন হলে এ নীতিমালার আলোকে সম্প্রচার কমিশন এবং এ সম্পর্কিত আইন করা হবে। তবে কমিশন ও আইন না হওয়া পর্যন্ত সরকারের তথ্য মন্ত্রণালয় সম্প্রচার-সম্পর্কিত সব সিদ্ধান্ত নেবে। আবার কমিশন হলেও তার কাজ হবে তদন্ত করে সুপারিশ করা। শাস্তির ক্ষমতা সরকার তার নিজের হাতেই রাখছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।