জাতীয় পরিচয়পত্রে সেলফি


প্রকাশিত: ০৩:৩৬ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

সেলফি তুলতে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুব কম। সেলফি তোলার প্রতি মানুষের আগ্রহকে অনুমোদন করেছে আয়ারল্যান্ড সরকার। ওই দেশের জাতীয় পরিচয়পত্রের ছবি হিসেবে ব্যবহার করা যাবে সেলফি।

জুলাই থেকে এ নতুন জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন আইরিশরা। শুধু তাই নয়, ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন নথিতে সেলফি ব্যবহারের অনুমোদন দেয়ার কথা ভাবছে আইরিশ সরকার।

তবে সেলফি তুলতে হবে সরকার অনুমোদিত সেলফি অ্যাপে। তাছাড়া সরকারি কাজে তোলা ওই সেলফিটি সামাজিক মিডিয়ায় ব্যবহার করা যাবে না।

তবে সেলফি ফটো ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের বাইরে ভ্রমণ করা যাবে না। ইইউ দেশগুলো ভ্রমণের জন্য ইউরোপীয়দের সাধারণত পাসপোর্টের প্রয়োজন হয় না। আয়ারল্যান্ডের পর পুরো যুক্তরাজ্যের অন্যান্য দেশেও এ সুবিধা দেয়া হবে কিনা তা জানা যায়নি।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।