নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয় বাতিল করেনি কানাডা : আইনমন্ত্রী


প্রকাশিত: ০৭:০৪ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৬

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি কর্নেল (অব.) নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয় বাতিল করেনি কানাডা সরকার। শনিবার দুপুরে সচিবালয়ে নিজের কার্যালয়ে এ কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী জানান, কানাডায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নূর চৌধুরীর আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, কানাডা সরকার এখনো নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয় বাতিল করেনি।

গত সপ্তাহে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন সে দেশের ফেডারেল কোর্ট।

প্রতিবেদনে বলা হয়, নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল করে আদালত বলেছিলেন, বর্তমানে কানাডায় অবৈধভাবে বসবাস করছেন নূর চৌধুরী। সরকার ইচ্ছা করলে যেকোনো মুহূর্তে তাকে দেশ থেকে বহিষ্কার করতে পারে।

তার আগে নূর চৌধুরীর বহিঃসমর্পণের উপায় খুঁজতে মতৈক্য পৌঁছায় বাংলাদেশ ও কানাডা।

এমইউএইচ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।