আয়-ব্যয়ের হিসাব দিয়েছে ২৫ দল


প্রকাশিত: ১১:০২ এএম, ০৩ আগস্ট ২০১৪

নির্বাচন কমিশন ঘোষিত নির্দিষ্ট সময়ে ২০১৩-১৪ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব দিয়েছে ২৫টি রাজনৈতিক দল। ৩১ জুলাইয়ের মধ্যে এ হিসাব দেওয়ার জন্য সময় বেঁধে দিয়ে দলগুলোকে চিঠি দিলেও অন্যান্য দলগুলো হিসাব দিতে ব্যর্থ হয়েছে।

নির্ধারিত সময়ে হিসাব দেওয়া দলগুলো হলো- জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামী ঐক্যজোট, গণতন্ত্রী পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কৃষক-শ্রমিক-জনতা লীগ, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, খেলাফত মজলিস, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টি, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয় পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

সময় চেয়ে যেসব দল আবেদন করেছে সেগুলো হলো- ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গণফোরাম, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ আওয়ামী লীগ। দলগুলোর মধ্যে বেশিরভাগ দল আগামী ৩১ আগস্ট এবং আওয়ামী লীগ সর্বোচ্চ ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে।

রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী, নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলোকে প্রত্যেক আর্থিক বছরের হিসাব কমিশন ঘোষিত সময়ে জমা দিতে হয় । কোনো দল যদি পরপর তিন বছর হিসাব দিতে ব্যর্থ হয় তবে ওই দলের নিবন্ধন বাতিল হয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।