প্রধানমন্ত্রীর সংবর্ধনা ২৬ তারিখের পরিবর্তে ৩০ সেপ্টেম্বর


প্রকাশিত: ১১:৩৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বরের পরিবর্তে ৩০ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাকে এই সংবর্ধনা দেয়া হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ তথ্য জানিয়েছেন।
 
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ তারিখ দেশে ফেরার কথা ছিল। এখন সেটা পিছিয়ে ৩০ তারিখে গেছে। তাই তাকে গণঅভ্যর্থনার যে কর্মসূচি ২৬ তারিখে ছিল সেটা ৩০ তারিখে হবে। পরিবর্তিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।