সোমবার শ্রম মন্ত্রণালয়, বুধবার বিজিএমইএ ভবন ঘেরাও


প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৩ আগস্ট ২০১৪

তোবা গ্রুপের কর্মচারীদের বেতনভাতা পরিশোধ করা না হলে সোমবার শ্রম মন্ত্রণালয় ঘেরাও ও বুধবার বিজিএমইএ ভবন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন।

মুক্তি আন্দোলনের নেত্রী শবনম হাফিজ রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। বাড্ডার হোসেন মার্কেটের ৭ম তলায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাম মোর্চার পূর্বঘোষিত শ্রম মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে সোমবার শ্রমিকদের বিভিন্ন সংগঠন ও অনশনকারী শ্রমিকরা কর্মসূচিতে যোগ দেবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মঙ্গলবার সারাদেশের শিল্পাঞ্চল এলাকাগুলোয় শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও বুধবার হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ ভবন ঘেরাও করা হবে।

এ দিকে তিন মাসের বেতন ও ঈদ বোনাসসহ চার দফা দাবিতে তোবা গ্রুপের শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচির ৭ম দিন পার হচ্ছে। অনশনের ৭ম দিনে আরও ৭ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

অসুস্থ হওয়া ৭ শ্রমিককে রবিবার রাজধানীর বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। অনশনস্থল থেকে প্রগতিশীল চিকিৎসক ফোরামের ডা. তানিয়া হাসান জানান, সকাল থেকে হিরু, বিল্লাল, আঁখি, লাইজু ও মিজান অসুস্থ হয়ে পড়েন। তাদের গণস্বাস্থ্য নগর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া পারভিন ও শাকিলা নামে দুই শ্রমিককে অনশনের স্থানেই স্যালাইন দেওয়া হয়েছে।

রাজধানীর বাড্ডায় হোসেন মার্কেটের সপ্তম তলায় তোবা গ্রুপের পাঁচটি কারখানার প্রায় ১৬০০ শ্রমিক ঈদের আগের দিন থেকে বেতন-ভাতা পরিশোধের দাবিতে অনশন করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।