রাষ্ট্রপতির সঙ্গে মরক্কোর রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাত


প্রকাশিত: ০৫:২০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মদ হোরোরো। বৃহস্পতিবার বঙ্গভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে রাষ্ট্রপতি বাংলাদেশ ও মরক্কোর মধ্যে বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, রাষ্ট্রদূতের মেয়াদকালে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন সাংবাদিকদের এ কথা জানান।

রাষ্ট্রপতি বলেন, দুই দেশের মধ্যে অনেক ক্ষেত্র রয়েছে যার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানো যেতে পারে। এসব সুযোগ কাজে লাগাতে তিনি উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মোহাম্মদ হোরোরো বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নের প্রশংসা করে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।

বিদায়ী রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারিত হবে।

বাংলাদেশে তার মেয়াদ সফলভাবে সম্পন্ন হওয়ায় রাষ্ট্রপতি মরক্কোর রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।