মেডিনোভা পপুলার ও মডার্ন ডায়াগনস্টিককে জরিমানা
বিভিন্ন অনিয়মের অভিযোগে পুরান ঢাকার মেডিনোভা মেডিকেল সার্ভিসেস, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ও ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটকে ২২ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরওয়ার আলম এ আদালত পরিচালনা করেন।
এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, পুরান ঢাকায় অভিযানে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস-এ ডায়াগনস্টিক টেস্টের জন্য ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া গেছে। এছাড়াও রোগ নির্ণয়ের রিপোর্ট কার্ড হিসেবে ব্যবহৃত বইয়ে ১৫টি পাতায় ব্ল্যাংক স্বাক্ষর করা এবং বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের নামে ভুয়া সিল জব্দ করা হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার নাসির ওয়াকার (৪১), ল্যাব ইনচার্জ উজ্জ্বল মিয়া (৩২), ম্যানেজার (অ্যাডমিন) সাইফুল ইসলাম (৪০) এবং কেয়ারটেকার আবু ইয়াহিয়াকে (৪৩) আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ৮ লাখ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
পপুলার ও মডার্ন ড ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের অপরাধে যথাক্রমে ৬ লাখ ও ৪ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
জনসন রোডের ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দ্বারা বিভিন্ন ধরনের রোগ নির্ণয়সহ নোংরা পরিবেশে ল্যাব পরিচালনা এবং অনুমোদনবিহীন ব্লাড ব্যাংক পরিচালনা করায় ৪ লাখ টাকা জরিমানা এবং এক মাসের মধ্যে ল্যাবের মান উন্নতকরণসহ ব্লাড ব্যাংকের অনুমোদন গ্রহণের নির্দেশ দেয়া হয়।
অভিযানে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ধ্বংস করার জন্য ওষুধ প্রশাসন অধিদফতরকে নির্দেশ প্রদান করা হয়।
এআর/এএইচ/এমএস