শাহজালালে স্বর্ণের ৯ বার উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ওজনের নয়টি স্বর্ণের বারসহ সাইফুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।
রোববার সকালে কুয়েত থেকে আসা কেইউ-২৮১ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। ঢাকা শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার কাজী জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে সাইফুল ইসলাম কেইউ-২৮১ ফ্লাইটটি থেকে অবতরণ করেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হলে শুল্ক কর্তৃপক্ষ তাকে চ্যালেঞ্জ করে।
পরে তার দেহ তল্লাশি করে নয়টি স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন এক কেজি। উদ্ধার স্বর্ণের দাম ৫০ লাখ টাকা।
এ ঘটনায় আটক সাইফুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান জিয়া উদ্দিন।
বিএ/আরআইপি