ঝিনাইদহে গরু বোঝাই ট্রাক ও বিএনপি কার্যালয়ে আগুন


প্রকাশিত: ০৪:২৩ পিএম, ৩১ জানুয়ারি ২০১৫

ঝিনাইদহে গরু বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এর পর পরই জেলা বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ৭টার দিকে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে একদল দুর্বৃত্ত বোমার বিস্ফোরণ ঘটায়। ওই সময় গরু বোঝাই একটি ট্রাকে বোমা নিক্ষেপ করলে ট্রাকের সামনের দিকে আগুন ধরে যায়।

ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে এতে ট্রাকের ড্রাইভার বা হেলপারের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ট্রাকে পেট্টোল বোমা ও ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পর পরই জেলা বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে একই সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের বাড়িতে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে পুলিশ সুপার আলতাফ হোসেন জানিয়েছেন।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।