তিন ম্যাচের জন্য নিষিদ্ধ দিয়েগো কস্তা


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

লিগ কাপের সেমিফাইনালে লিভারপুলের খেলোয়াড় ইমরে ক্যানের পায়ের গোড়ালিতে ইচ্ছাকৃতভাবে লাথি মারার অভিযোগে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লীগের ক্লাব চেলসির স্ট্রাইকার দিয়েগো কস্তা।

এই শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে আপিল করার কোন সুযোগ না থাকায় শাস্তি ভোগ করেই মাঠে ফিরতে হবে কস্তাকে। ফলে আগামী কাল শনিবার শিরোপার অন্যতম দাবিদার ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের হোম ম্যাচে চেলসির হয়ে অংশ নিতে পারবেন না কস্তা। এছাড়া এ্যাস্টন ভিলা ও এভারটনের বিপক্ষে পরবর্তী দুই ম্যাচে মাঠের বাইরে কাটাতে হবে এই স্প্যানিশ তারকাকে।  

স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ফিরতি লেগের ওই ম্যাচে ১-০ গোলে জয়লাভ করে চেলসি। এর ফলে দুই লেগ মিলে ২-১ গোলে এগিয়ে থেকে টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে চেলসি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।