জাতীয় ঈদগাহে নিরাপত্তা জোরদার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগায়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এরই অংশ হিসেবে ঈদগাহে প্রবেশের চারটি সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। প্রত্যেক মুসল্লিকে তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেয়া হবে। মঙ্গলবার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার শাহাবউদ্দিন কুরাইশী।
তিনি বলেন, ঈদগাহের চারপাশের নিরাপত্তায় ৪টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এগুলো হচ্ছে গুলিস্তানের জিরো পয়েন্ট, ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল, দোয়েল চত্বর ও পল্টন মোড়। এছাড়া ঈদগায়ের সবগুলো গেটে আর্চওয়ে বসানো হয়েছে। মুসল্লিরা ঈদের জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু আনবেন না।
কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে চার স্তুরের নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে থাকবে- দেহ তল্লাশি, বোমা ডিসপজল ইউনিট, ডগস্কোয়াড ও সিসি ক্যামেরা।
এছাড়াও রাজধানীর ইউএল ক্রসিং, দোয়েল ক্রসিং, মৎস ভবন ও সরকারি কর্মচারী হাসপাতাল পয়েন্টে কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না। এসব পয়েন্ট ভিক্ষুক ও হকারমুক্ত রাখা হবে। শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করতে পারে সে ব্যাপারে পুলিশ সচেষ্ট থাকবে বলেও জানান কমিশনার।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া হজে যাওয়ার কারণে সম্প্রতি ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পেয়েছেন শাহাবউদ্দিন কুরাইশী। আগামীকাল মঙ্গলবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতিসহ জাতীয় সংসদের মন্ত্রী-এমপিরা নামাজ আদায় করবেন।
এআর/আরএস/পিআর