সাকিব আবার দ্বিতীয়


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ০৩ আগস্ট ২০১৪

সময়টা ভাল কাটছে না বটে, তবে টেস্ট অলরাউন্ডারের তালিকায় আগের অবস্থানেই রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সদ্য টেস্ট ক্রিকেটারদের যে নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে তাতে সাকিবের অবস্থান নড়চড় হয়নি। টেস্ট অলরাউন্ডারের তালিকায় দ্বিতীয়স্থানেই রয়েছেন তিনি। মাত্র এক রেটিং পয়েন্ট বেশি থাকায় সাকিবকে টপকে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার। দক্ষিণ আফ্রিকার এই কৃতী অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩৬৫, সাকিবের রেটিং পয়েন্ট ৩৬৪। টেস্ট অলরাউন্ডারের নতুন তালিকায় আগের প্রথম ৫টি অবস্থানই একই আছে। ফিলান্ডার ও সাকিবের পর তৃতীয়স্থানে রয়েছেন ভারতের রবিচন্দ্রন আশ্বিন। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার মিশেল জনসন এবং ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।

আইসিসির সদ্য ঘোষিত টেস্ট খেলোয়াড়দের র‌্যাঙ্কিং-এ বিশেষ প্রভাব রেখেছে সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ এবং ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলমান সিরিজের প্রথম তিন টেস্ট ম্যাচ।

টেস্টে শীর্ষ ৩ ব্যাটসম্যানের তালিকায় ফিরেছেন দক্ষিন আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। ৮৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন আমলা। তার থেকে ২১ রেটিং পয়েন্ট বেশি নিয়ে তালিকার এক নম্বর স্থানে রয়েছেন স্বদেশী এ বি ডি ভিলিয়ার্স। ৮৮৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং পেয়েছেন। ৮২৭ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে উন্নীত হয়েছেন তিনি। তার পরের স্থানটি দখল করে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক মেসবাহ উল হক। সেরা ১০ টেস্ট ব্যাটসম্যানের মধ্যে ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন চেতশ্বর পূজারা। ৭৭১ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে তিনি। ইংলিশ ব্যাটসম্যানদের কেউই সেরা ১০-এ জায়গা করে নিতে পারেননি। তবে সম্প্রতি ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে দারুণ ব্যাটিং করার সুবাদে র‌্যাঙ্কিং-এ উন্নতি ঘটেছে বেশ কিছু ইংলিশ ব্যাটসম্যানের। এরা হলেন- অধিনায়ক অ্যালেস্টার কুক, ইয়ান বেল ও গ্যারি ব্যালেন্স।

টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় সাকিবের অবস্থান ৩২ নম্বরে। ইংল্যান্ডের গ্যারি ব্যালেন্সের পরই তার অবস্থান। তার ২ ধাপ নিচে রয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারত অধিনায়কের পরের অবস্থানেই রয়েছেন বাংলাদেশের মমিনুল হক। বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের অবস্থান ৩৮ নম্বরে, ড্যাশিং ওপেনার তামিম ইকবাল রয়েছেন ৪২ নম্বরে।

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিং-এ এক নম্বর পজিশনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। বোলারদের তালিকায় সাকিব আল হাসান রয়েছেন ১৮তম স্থানে।

উল্লেখ্য, শৃঙ্খলা ভঙ্গের দায়ে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আরোপিত শাস্তি ভোগ করছেন সাকিব আল হাসান। তবে এই শাস্তির বিপক্ষে আপিল করেছেন তিনি। চলতি সপ্তাহে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বোর্ড মিটিংয়ে বসার কথা বিসিবি পরিচালকদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।