ঈদের দিন বৃষ্টি হতে পারে


প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশে মঙ্গলবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এই ঈদে চাঁদ দেখা নিয়ে ঈদুল ফিতরের মতো আগের দিনের দোদুল্যমানতা নেই। আগেই নির্ধারিত হয়েছে ঈদের তারিখ। তবে এবারের ঈদ উদযাপনে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকায় ঈদের দিন বেলা ১২টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকার বাইরে খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় সেদিন বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর আরো জানিয়েছে, ঈদের দিন সারাদেশে তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। হালকা বৃষ্টি সাময়িক সময়ের জন্য হলেও রোদেলা আবহাওয়াই থাকবে বেশি।

এদিকে ঈদ উদযাপনে ইতোমধ্যে অনেকে কোরবানির পশু কিনেছেন। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখনও গ্রামে ছুটছেন মানুষ। মঙ্গলবার মহান আল্লাহ তাআলার উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে দেশের মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করবেন। ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হবে মন।

উল্লেখ্য, গত ঈদুল ফিতরের সময় আবহাওয়া অধিদফতর জানিয়েছিল ঈদের দিন বৃষ্টি হতে পারে কিন্তু সে দিন বৃষ্টির দেখা পাওয়া যায়নি।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।