জামালপুরে দিনব্যাপী পিঠা উৎসব


প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৫

নানা নামের, নানা স্বাধের রঙ-বেরঙের পিঠা নিয়ে জামালপুরের অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য’ এই স্লোগান নিয়ে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজ প্রাঙ্গনে পিঠা উৎসবের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে জামালপুরের জেলা প্রশাসক শাহবুদ্দিন খান পিঠা উৎসবের উদ্বোধন করেন। পিঠা উৎসবকে কেন্দ্র করে পুরো কলেজ প্রাঙ্গন বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া তরুণীদের মিলন মেলায় রূপ নেয়। দিনব্যাপী এই পিঠা উৎসবে ফুলকলি, পুলি, চিতই, শামুক, নারিকেল সন্দেশ, লবঙ্গ লতিকা, নকশি পিঠা, সাজ পিঠা, ভাপাসহ গ্রাম-বাংলার ঐহিত্যবাহী শতাধিক রকমের পিঠা নিয়ে সাজে মেলার ৩০টি স্টল। মেলার স্টলগুলোতে দর্শনার্থী ও পিঠা ক্রেতাদের ভিড় ছিল উপচে পড়া। উৎসবকে জমজমাট করতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ জানান, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, দেশীয় সংস্কৃতিকে ছড়িয়ে দিতেই এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

শুভ্র মেহেদী/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।