মিটফোর্ডের মার্কেট থেকে ২৫ লাখ টাকার অবৈধ ওষুধ জব্দ


প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৬

রাজধানীর মিটফোর্ড এলাকার মার্কেটে অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে। বুধবার ওষুধ প্রশাসন অধিদফতর ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যৌথ নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওষুধগুলো জব্দ করেন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মিটফোর্ড ১০, রোডের হাবিব-শোয়েব মেডিসিন মার্কেটের এম এস ক্রিস ফার্মেসি থেকে ৬৭ ধরনের অবৈধ ভারতীয় ওষুধ আটক করা হয়। এ অপরাধে ফার্মেসি মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ১৬, আকমল খান রোডের এমএস জগতবন্ধু মেডিকেল হলে রয়েল আয়ুর্বেদিক কোম্পানির নিষিদ্ধ আমলকি প্লাস নামক ওষুধ মজুদ ও বিক্রয়ের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ওষুধ প্রশাসন অধিদফতরের ড্রাগ সুপার গোলাম কিবরিয়া জাগো নিউজকে জানান, অভিযানকালে ২৫ লাখ টাকার অবৈধ ওষুধ জব্দ হয় করা হয়। পরবর্তীতে র‌্যাবের উপস্থিতিতে জব্দকৃত ওষুধগুলো মাতুয়াইল ডাম্পিং স্টেশনে পোড়ানো হয়।

এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে র‌্যাব-১০ এর এএসপি আতিকুর রহমানসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

এমইউ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।