পাথরঘাটায় তিনটি হরিণের চামড়া জব্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২৮ জানুয়ারি ২০১৫

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের একটি বাগান থেকে তিনটি হরিণের চামড়া উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

বুধবার সকালে র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে চামড়া তিনটি জব্দ করে। তবে র্যাব এ চামড়া পাচারে জড়িত কাউকে আটক করতে পারেনি।

র‌্যাব-৮ এর ক্যাম্প অধিনায়ক (এএসপি) আছাদুজ্জামান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের একটি বাগানে অভিযান চালায়। এসময় দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আবুল বাসারের বসত বাড়ির বাগানে একটি গাছের ডালে ব্যাগ ভর্তি তিনটি হরিণের চামড়া উদ্ধার করে। পরে র‌্যাবের দল উদ্ধারকৃত হরিণের চামড়াগুলো বুধবার সকালে পাথরঘাটা থানায় হস্তান্তর করে।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ  জিএম শাহনেওয়াজ হরিণের চামড়া উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি বনবিভাগীয় বিধায় বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে ফরেস্ট রেঞ্জার মো. সোলায়মান হাওলাদার জানান, এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আলামত হিসেবে চামড়া সংরক্ষণ করা হবে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।