ইসলামী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ঋণ জালিয়াতির অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্টসহ চার জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে মঙ্গলবার কমিশন এ চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য শিগগিরই এ চার্জশিট আদালতে দাখিল করা হবে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।
চার্জশিটে অভিযুক্তরা হলেন— ইসলামী ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে অবসরপ্রাপ্ত) সৈয়দ আবু নসর, মেসার্স ঢাকা ট্যাগ লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ওমর, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান ও সাবেক পরিচালক মো. ইলিয়াস।
দুদক সূত্র জানায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ইসলামী ব্যাংকের লোকাল অফিস থেকে ভূঁয়া কাগজপত্রের মাধ্যমে ঋণ নিয়ে পুরো অর্থই আত্মসাৎ করে। যা পরবর্তী সময়ে সুদ ও আসলসহ মোট ৮ কোটি ৮২ লাখ ১৬ হাজার ৬৪৩ টাকা দাঁড়ায়। ১৯৯৫ সালে ঢাকা ট্যাগ ঋণ নিয়ে ওই অর্থ আত্মসাৎ করে। এ অভিযোগে ২০১৩ সালের ২৭ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
কমিশনের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক আইন ২০০৪ এর ৩২ ধারা এবং দুদক বিধিমালা ২০০৭ এর ১৫(১) ধারার ক্ষমতাবলে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।
দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার মামলাটির তদন্ত করেছেন।