ইসলামী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন


প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ২৭ জানুয়ারি ২০১৫

ঋণ জালিয়াতির অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্টসহ চার জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে মঙ্গলবার কমিশন এ চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য শিগগিরই এ চার্জশিট আদালতে দাখিল করা হবে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

চার্জশিটে অভিযুক্তরা হলেন— ইসলামী ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট (বর্তমানে অবসরপ্রাপ্ত) সৈয়দ আবু নসর, মেসার্স ঢাকা ট্যাগ লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ওমর, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান ও সাবেক পরিচালক মো. ইলিয়াস।

দুদক সূত্র জানায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ইসলামী ব্যাংকের লোকাল অফিস থেকে ভূঁয়া কাগজপত্রের মাধ্যমে ঋণ নিয়ে পুরো অর্থই আত্মসাৎ করে। যা পরবর্তী সময়ে সুদ ও আসলসহ মোট ৮ কোটি ৮২ লাখ ১৬ হাজার ৬৪৩ টাকা দাঁড়ায়। ১৯৯৫ সালে ঢাকা ট্যাগ ঋণ নিয়ে ওই অর্থ আত্মসাৎ করে। এ অভিযোগে ২০১৩ সালের ২৭ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

কমিশনের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক আইন ২০০৪ এর ৩২ ধারা এবং দুদক বিধিমালা ২০০৭ এর ১৫(১) ধারার ক্ষমতাবলে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে।

দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার মামলাটির তদন্ত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।