কারাগারে আইজি প্রিজন


প্রকাশিত: ০১:৫২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি কারাগারে প্রবেশ করেন বলে কারা সূত্রে জানা যায়। মীর কাসেমের স্বজনরা কারাগার থেকে বের হতে না হতেই প্রবেশ করেন তিনি।

কারা সূত্র আরো জানায়, আইজি প্রিজন ভেতরে ফাঁসির মঞ্চ পর্যবেক্ষণ করছেন। কনডেম সেলও পরিদর্শন করছেন।

সেইসঙ্গে ফাঁসি কার্যকরের সঙ্গে যারা জড়িত তাদের সাথেও কথা বলবেন তিনি।

উল্লেখ্য, কারাগারে অন্তিম প্রহর গুনছেন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলী। পরিবারের সদস্যদের সঙ্গেও তার শেষ সাক্ষাৎ হয়েছে।

শনিবার বিকেল ৩টা ৩৭ মিনিটে ছয়টি মাইক্রোবাসে ৪০ জনের বেশি পরিবারের সদস্য কারাগারে প্রবেশ করেন। সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বের হন তারা।    

এআর/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।