গাজীপুর ও ঢাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন


প্রকাশিত: ১২:২০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ঢাকায় ও গাজীপুরে মোট ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মুহম্মদ মোহসিন রেজা জাগো নিউজকে বলেন, ঢাকায় নিয়মিত সিডিউল মোতাবেক ৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় গাজীপুর জেলা প্রশাসকের চাহিদা মোতাবেক ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে এ আদেশ কার্যকর রয়েছে।

জেইউ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।