আরফিন রুমির বিরুদ্ধে অভিযোগ গঠন ১১ মার্চ
কণ্ঠশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে তার সাবেক স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার দায়ের করা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য ১১ মার্চ তারিখ ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত মঙ্গলবার এ তারিখ ধার্য করেন। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের অভিযোগে কণ্ঠশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে এই মামলা করেছেন অনন্যা।
মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার। রুমি অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য আবেদন করলে ১১ মার্চ তারিখ ধার্য করে আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালের ১৭ এপ্রিল রুমির সঙ্গে লামিয়া ইসলাম অনন্যার বিয়ে হয়। ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর তাদের এস এম সামস তারবীজ আরিয়ান নামে তাদের ছেলে সন্তানের জন্ম হয়। এ সময় রুমি দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না দিলে রুমি দ্বিতীয় বিয়ে করার হুমকি দেন বলে মামলার অভিযোগে বলা হয়।
অভিযোগে আরও বলা হয়, ২০১৪ সালের ২৪ অক্টোবর প্রথম স্ত্রী অনন্যার অনুমতি ছাড়া কামরুন নাহার নামে এক তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করেন রুমি।
অভিযোগে বলা হয়, রুমির সঙ্গে অনন্যার বিয়ে বলবৎ থাকাবস্থায় আসামী সালিশী পরিষদের অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করে ১৯৬১ সালের মুসলিম পরিবারিক অধ্যাদেশ এর ৬(৫)বি ধারায় অপরাধ করায় ২০১৪ সালের ১৪ এপ্রিল ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালতে রুমির বিরুদ্ধে তার প্রথম স্ত্রী অনন্যা মামলাটি করেন।
এইচএন