যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না: ফিদেল কাস্ত্রো


প্রকাশিত: ০৭:০৩ এএম, ২৭ জানুয়ারি ২০১৫

কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো বলেছেন, ‘আমি যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না। তাদের সঙ্গে কথাও বলিনি। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা কাস্ত্রোর এক চিঠিতে এ কথা উল্লেখ করা হয়।

মঙ্গলবার এএফপির খবরে জানানো হয়, সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে হাভানায় কমিউনিস্ট কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুগান্তকারী আলোচনা হওয়ার এক সপ্তাহ পর এই প্রতিক্রিয়া জানালেন কাস্ত্রো। তবে এই চিঠি যে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাখ্যান, তা নয়।

গত ১৭ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও কিউবা নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে যাচ্ছে।

ওবামা হাভানার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। ভ্রমণ ও বাণিজ্যের ওপর থেকে অবরোধ তুলে নিতে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করার কথাও ভাবছে যুক্তরাষ্ট্র। স্বাস্থ্যগত কারণে ফিদেল কাস্ত্রো ২০০৬ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ান।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।