দাফন হচ্ছে না সামরিক কবরস্থানে


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ২৭ জানুয়ারি ২০১৫

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দাফনের জন্য অনুমতি দেয়নি সামরিক কবরস্থান কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপরে গুলশানে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাবেক সেনা প্রধান জিয়াউর রহমানের সন্তান হিসেবে বনানী কবরস্থানে কোকোকে দাফনের জন্য আবেদন করা হয়। কিন্তু অনুমতি দেয়নি কবরস্থান কর্তৃপক্ষ।

মঙ্গলবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোকোর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বনানী কবরস্থানে দাফন করার কথা ছিল।

প্রসঙ্গত, গত শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রে ক্রিয়াবন্ধ হয়ে মারা যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।

এসআই/বিএ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।