প্রবাসীরা মোবাইলে সমস্যা জানালে সমাধান করবে সরকার
প্রবাসীদের সমস্যা সমাধানে ‘প্রবাসবন্ধু কল সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কল সেন্টারের উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
পরে তিনি বলেন, এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি দেশে ফোন করে তাদের সুখ-দুঃখসহ যে কোনো সমস্যার কথা বলতে পারবেন। তাদের কথা শুনে সরকার সমাধানের পথ খুঁজতে পারবে।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার বলেন, সরকারের ডিজিটালাইজেশন প্রক্রিয়ার অংশ হিসেবেই এই কল সেন্টার করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বলেন, খুব শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার থেকে সুখবর আসবে বলে আশা করি।
কবে নাগাদ এই সুখবর আসবে—এমন প্রশ্নে সপ্তাহ খানেকের মধ্যে সুখবর আশা প্রকাশ করেন তিনি।
এর আগে গত মাসে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নুরুল ইসলাম বলেছিলেন, তারা বিষয়টি নিয়ে অন্ধকারে আছেন। এমনকি গত মঙ্গলবারও এক অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেছিলেন, তিনি মালয়েশিয়ার শ্রমবাজারের ব্যাপারে কিছুই জানেন না।
এমইউএইচ/এমএমজেড/এবিএস