মরদেহ আনতে বিমানবন্দরে অ্যাম্বুলেন্স
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ বিমানবন্দর থেকে গুলশানে আনতে আলিফ মেডিকেল সার্ভিসের ঢাকা মেট্রো (গ) ১১-১২-১৪ নম্বরের একটি অ্যাম্বুলেন্স রওনা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে গুলশান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হয়।
জানা গেছে, মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কোকোর কফিন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে আটটায় কুয়ালালামপুর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান (এমএইচএমএইচ-১০২ নং ফ্লাইট) কোকোর লাশ নিয়ে যাত্রা শুরু করে।
বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল তার লাশ গ্রহণ করে সরাসরি মা বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে নিয়ে যাবে।
বিএনপির সূত্র থেকে জানা যায়, বিমানবন্দরে মরদেহ গ্রহণ করবেন ড. আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমানসহ বিএনপির কেন্দ্রীয় পাঁচ নেতা।
প্রসঙ্গত, গত শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রে ক্রিয়াবন্ধ হয়ে মারা যান আরাফাত রহমান কোকো।
এসআই/বিএ/এআরএস