ঢাকায় রিশার ঘাতক ওবায়দুল : ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ


প্রকাশিত: ০৫:৪০ পিএম, ৩১ আগস্ট ২০১৬

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশার সন্দেহভাজন হত্যাকারী ওবায়দুল খানকে ঢাকায় আনা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এইচ এম আজিমুল হকের নেতৃত্বে তাকে নীলফামারী থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জাগো নিজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে ওবায়দুলকে রমনা থানার হাজতে রাখা হবে। আগামীকাল তাকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

এর আগে গত বুধবার দুপুরে ঢাকার কাকরাইলে স্কুলের সামনে ফুটওভার ব্রিজের উপরে রিশার পেট ও হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় টেইলার্স কর্মচারী ‘বখাটে যুবক’ ওবায়দুল রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার মারা যায় রিশা।

কয়েকদিনের অভিযানের পর বুধবার ভোরে নীলফামারী থেকে তাকে গ্রেফতার করা হয়।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।