অপমানিত হয়েছি, রাজনীতি করতে যাইনি : শেখ হাসিনা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে ফিরে যাওয়াকে অপমান হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের মূল আলোচনা শেষে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী গুলশান যাওয়ার জন্য ধন্যবাদ জানান মন্ত্রিসভার সদস্যরা। এ সময় বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘সেখানে গিয়ে আমি অপমানিত হয়েছি।’
মন্ত্রীরা জানান, এটি মন্ত্রিসভায় কোনো মূল আলোচনার বিষয় ছিল না। যখন মন্ত্রিসভার বৈঠক শেষ হয়েছে, তখন প্রধানমন্ত্রীকে এর জন্য ধন্যবাদ জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে ওই মন্ত্রীরা বলেন, ‘আমরা ধন্যবাদ জানানোর পরে তিনি বলেন, আমি সেখানে রাজনীতি করতে যাইনি। সেখানে গিয়েছিলাম মানবিক কারণে। একজন মায়ের শোকে, কেবল একজন মা হিসেবে। কিন্তু আমি অপমানিত হয়েছি। আমি এটা আশা করিনি। কারণ আমি যোগাযোগ করে গিয়েছি। সেখানে বড় গেটতো বন্ধ ছিল। অন্তত ছোট গেট খোলা থাকবে! সেটিও তালা মারা ছিল।’
এ সময় মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপননি অপমানিত হননি। তার প্রমাণ হলো, জনমতের চাপে তাদের জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমেদ বলতে বাধ্য হয়েছেন, এ আচরণ করা ঠিক হয় নাই। এর মানে তারা বিরাট একটা ভুল করেছে। তাই অপমানিত আপনি হননি, অপমানিত হয়েছে তারাই।’
জানা যায়, শনিবার রাতে গুলশানের কার্যালয় থেকে প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার আগ পর্যন্ত ওই কার্যালয়েই ছিলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলসহ আরো অনেকে।