নাশকতা রোধে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, নাশকতা ও চোরাগুপ্তা হামলার সাথে জড়িত সংঘবদ্ধ চক্রকে যারা পেছন থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদের ধরতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক সাথে কাজ করছে।
জঙ্গি সংগঠন জেএমবি’র নেতা বাংলা ভাইকে ধরতে সাধারণ মানুষ যেভাবে সহযোগিতা করেছিল এখনো সেভাবে নাশকতাকারীদের নির্মুলে সহযোগিতার জন্য আহবান জানান তিনি।
হরতাল ও অবরোধে তথ্য দিয়ে নাশকতাকারীদের গ্রেফতারে সহায়তা করায় পাঁচজন সাধারণ নাগরিককে এক লাখ টাকা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলিস্তানে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ সহায়তাকারী পাঁচজনকে ২০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করেন।
বেনজীর আহমেদ বলেন, র্যাব হেলিকপ্টার থেকে নাশকতামূলক কর্মকাণ্ড বিরোধী লিফলেট বিতরণ করবে। যারা সন্ত্রাস করছে, খুন করছে, নাশকতা করছে তাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার জন্য এ লিফলেট বিতরণ করা হবে।
এর আগে তিনি গুলিস্তান এলাকায় বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরণ করা হয়। বাসে নাশকতামূলক কর্মকাণ্ড বিরোধী বড় বড় পোস্টার লাগিয়ে দেন। লিফলেটে ‘মা কাঁপছে, জ্বলছে দেশ, ঘুরে দাঁড়াও, বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান লেখা ছিল।
র্যাবের ডিজি আরও বলেন, ‘শান্তির জন্য লিফলেট বিতরণ শেষ হলে, শান্তিপ্রিয় জনগণ হরতাল-অবরোধের নামে নাশকতাকারীদের রুখে দেবে। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেটিও দু-একদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে।
যারা নাশকতাকারীদের বিষয়ে তথ্য দিয়ে র্যাবকে সহযোগিতা করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যারা তথ্য দিয়েছেন তাদের নিরাপত্তায় আমরা সচেতন রয়েছি এবং যারা তথ্য দেবেন তাদের নিরাপত্তায় র্যাব সহযোগিতা করবে।
অভিযোগ রয়েছে নাশকতা ও অপরাধকর্মে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের পাশাপাশি সরকার সমর্থক দলের নেতাকর্মীরাও জড়িত আছে- এ ব্যাপারে জানতে চাইলে র্যাব ডিজি বলেন, এটি দিবালোকের মতো সত্য যে, নাশকতা, বোমাবাজি ও পেট্রলবোমা হামলার সাথে কারা জড়িত।
জেইউ/বিএ