রিশার হত্যাকারীর তথ্য চায় ডিএমপি


প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৯ আগস্ট ২০১৬

রাজধানীর উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারী (সন্দেহভাজন খুনি) ওবায়দুল খানের বর্তমান অবস্থানের তথ্য চেয়েছে পুলিশ। সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তার অবস্থান জানানোর আহ্বান জানানো হয়েছে।
 
পোস্টে উল্লেখ করা হয়, ‘সুরাইয়া আক্তার রিশার হত্যাকারীকে খুঁজছে পুলিশ। তার ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের ইনবক্সে তথ্য দিতে অনুরোধ করা হলো। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিশিয়াল ফেসবুকের ঠিকানা facebook.com/dmpdhaka/ জনস্বার্থে শেয়ার করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।’

Risa
 
গত ২৪ আগস্ট (বুধবার) উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের পাশে রিশাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ঘটনার পরপরই ওয়ায়দুল খান আত্মগোপনে চলে যায়। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে।
 
এ বিষয়ে সোমবার ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেছেন, আসামি ওবায়দুলের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালাচ্ছে।
 
এআর/আরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।