২০১৯ সালের মধ্যে মেট্রোরেল : ওবায়দুল কাদের


প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৫ জানুয়ারি ২০১৫

২০১৯ সালের মধ্যে মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সংসদ অধিবেশনে সরকারি দলের সদস্য নুরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মেট্রোরেল প্রকল্পের কাজ ২০২৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও উন্নয়ন সহযোগী জাইকা এই প্রকল্প নির্মাণ মেয়াদ ৫ বছর এগিয়ে এনে ২০১৯ সালে নির্ধারণ করেছে।

মন্ত্রী বলেন, এই প্রকল্পে ২২ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে জাইকা দিচ্ছে সাড়ে ১৬ হাজার কোটি টাকা।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।