পদক পাচ্ছেন ৮৬ র‌্যাব-পুলিশ


প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৫ জানুয়ারি ২০১৫

সাহসিকতা, দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা, অপরাধ দমন এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উন্মোচনের জন্য পুলিশ ও র‌্যাবের ৮৬ জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক দেয়ার জন্য বাছাই করা হয়েছে।

আগামী মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে ৩ জন পুলিশকে মরণোত্তর পুরস্কার প্রদান করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার প্রদানের এই তালিকা চূড়ান্ত করেছে। পুলিশ সপ্তাহ ২০১৫-তে এই পদক হস্তান্তর করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১০ জন পুলিশ বাংলাদেশ পুলিশ পদক এবং ১৬ জন পুলিশ রাষ্ট্রপতি পুলিশ পদক পাবেন। পাশাপাশি পুলিশের আরো ২০ জন এবং র‌্যাবের ৪০ জনকে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করা হবে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।