উইলস লিটলের ছাত্রীর মৃত্যুর পর কাকরাইলে বিক্ষোভ


প্রকাশিত: ০৮:১৮ এএম, ২৮ আগস্ট ২০১৬

ছুরিকাঘাতে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের এক ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সুরাইয়া আক্তার রিশা নামে ওই ছাত্রীর মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। সোয়া ১২টা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখে তারা।

গত বুধবার সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক বখাটে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়।

সড়ক অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে যান রমনা জোনের ডিসি মারুফ হোসেন সরদার। তার কাছ থেকে আশ্বাস পেয়ে পরে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

জেইউ/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।