ব্রাহ্মণবাড়িয়া পুলিশ-পিকেটার সংঘর্ষ, আহত ২০
জেলার সরাইলে পিকেটারদের সঙ্গে সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার হরতাল চলাকালে সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টায় হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। এসময় পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে সরাইল থানার ওসি আবদুল হকসহ ১২ পুলিশ সদস্য ও মোহানা টিভির সরাইল প্রতিনিধিসহ অন্তত ২০ জন আহত হন। পুলিশ পিরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এএইচ