লাল কার্ডের পর ক্ষমা চাইলেন রোনালদো


প্রকাশিত: ০৪:৫২ এএম, ২৫ জানুয়ারি ২০১৫

তৃতীয় বারের মত ফিফা বর্ষসেরা হওয়ার পরই রোনালদো ঘোষণা দিয়েছিলেন, চতুর্থ ব্যালন ডি’অরও জিততে চান। আর তার কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, এখনই প্রস্তুতি শুরু হয়ে গেছে তার প্রিয় শীর্ষের। কিন্তু এ কি! একের পর এক কীসব আজে-বাজে ঘটনার মুখোমুখি হচ্ছেন সি আর সেভেন!

শনিবার কর্ডোবার ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডিমারকে লাথি ও ঘুষি মারার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদ ফুটবলারকে। এরপর হারতে হারতে শেষ মুহূর্তের পেনাল্টিতে ২-১ গোলের ব্যবধানে কোনোমতে ম্যাচ জেতে তার লস ব্লাঙ্কোসরা। যা সিআরসেভেনের ভাবনাকে জাগিয়ে তোলে।

এদিন ক্যারিয়ারের নবম লালকার্ড দেখার পর নিজের অফিশিয়াল টুইটারে রোনালদো লিখেন, আমি সবার কাছে ক্ষমা চাইছি, বিশেষত এডিমারের কাছে। সেটা আমার হঠকারী সিদ্ধান্তের জন্য।

রেলিগেশনের শঙ্কায় থাকা কর্ডোবার বিপক্ষে এদিন শুরু থেকেই খুড়েছে রিয়াল। প্রথমে গোলও হজম করেছিল। শেষে করিম বেনজেমা আর গ্যারেথ বেলের লক্ষ্যভেদে জয়ে নিয়ে মাঠ ছাড়ে তারা। যদিও বিস্ময়করভাবে ম্যাচে অধিকাংশ সময় ছড়ি ঘুরিয়েছে স্বাগতিক দলই।

শুরু থেকেই কর্ডোভার জালে বল জড়ানোর চেষ্টা করছিলেন রোনালদো। কিন্তু পারেননি। চেষ্টা করলেও ৮২ মিনিট পর্যন্ত গোল করতে পারেনি তার দলও। গোল না করতে পারার হতাশাতেই কিনা ৮২তম মিনিটে মেজাজ হারিয়ে চরম ভুল করে বসেন সিআর সেভেন।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।