শান্তিরক্ষায় বিশ্ববাসীর প্রশংসা অর্জন করেছে পুলিশ


প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৪ আগস্ট ২০১৬

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশ বিশ্ববাসীর অকুণ্ঠ সমর্থন ও প্রশংসা অর্জন করেছে। পেশাদারিত্ব, শৃঙ্খলাবোধ ও উঁচুমানের নৈতিকতা বজায় রেখে এ অর্জন ধরে রাখতে হবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ হেড কোয়ার্টার্সের মিডিয়া ও পিআর শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী।

সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশে নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ভিডিও টেলিকনফারেন্সে দারফুর, হাইতি, কঙ্গো, মালি, আইভরিকোস্ট, দক্ষিণ সুদান মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের ফর্মড পুলিশ ইউনিট এবং ইউএনপুল কমান্ডারসহ অন্যান্য সদস্যরা ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশপ্রধান মিশনসংশ্লিষ্ট প্রশাসনিক, লজিস্টিকস, ওয়েলফেয়ারসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মিশনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করায় দুটি নারী ফর্মড পুলিশ ইউনিটের ভূয়সী প্রশংসা করেন তিনি। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।  

বিগত দিনে শান্তিরক্ষায় নিহত পুলিশ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে দারফুর, হাইতি, কঙ্গো, মালি, আইভরিকোস্ট, দক্ষিণ সুদান, লাইবেরিয়া এবং সোমালিয়ায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ১৬৩ জন নারী সদস্যসহ এক হাজার ১৪৩ জন পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। নামিবিয়া মিশনের মধ্য দিয়ে ১৯৮৯ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয়।

এআর/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।