আনসার আল ইসলামকে নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন


প্রকাশিত: ০৮:০৩ এএম, ২৪ আগস্ট ২০১৬

ব্লগার ও প্রকাশক হত্যার সঙ্গে জড়িত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শিগগিরই প্রতিবেদন জমা দেবে পুলিশ।

বুধবার দুপুরে কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিষিদ্ধ হলে এসব জঙ্গি সংগঠনের কার্যক্রম নিয়ন্ত্রণ করা সহজ হয়। তাই আমরা এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ জমা দেবো।

আনসার-আল-ইসলাম নিজেদের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার অঙ্গসংগঠন এবং বাংলাদেশের শাখা বলে দাবি করে। গত বছরের অক্টোবরে শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদ রশিদ টুটুল ও জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে সাইট ইন্টেলিজেন্সে একটি পোস্ট দেয়।

এরপর চলতি বছরের এপ্রিলে ব্লগার নাজিমুদ্দিন, জুলহাজ মান্নান এবং তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার করার পর দায় স্বীকার করে তারা।

এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।