শিগগিরই মন্ত্রিসভায় উঠছে অনলাইন নীতিমালা


প্রকাশিত: ০৮:০৮ এএম, ২৩ আগস্ট ২০১৬

অনলাইন নীতিমালা চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে এনেছে সরকার। শিগগিরই এ অনলাইন নীতিমালায় মন্ত্রিসভায় উঠছে বলে ইঙ্গিত দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

হাসানুল হক ইনু জানান, অনলাইন নীতিমালা মন্ত্রিসভায় পাস হবার পরেই মন্ত্রণালয়ের জমাকৃত অনলাইন তালিকার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম বান্ধব এ সরকারের তথ্য মন্ত্রণালয় শুধু দেশে নয় বিদেশের সঙ্গেও তথ্য ও গণমাধ্যম ক্ষেত্রে সহযোগীতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। আজ (মঙ্গলবার) ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী কলকাতায় যে আকাশবাণী মৈত্রী চ্যানেল উদ্বোধন করছে, সেখানে বাংলাদেশ ও ভারত দুই দেশের অনুষ্ঠানই প্রচারিত হবে।

এ সময় অনলাইন অ্যাক্রিডিটেশন কার্ড নবায়নের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।

এমইউএইচ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।