গড়াই নদী পুনরুদ্ধারে স্বচ্ছতা নিশ্চিতের দাবি


প্রকাশিত: ০৮:০১ এএম, ২৩ আগস্ট ২০১৬

গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্পসহ নদী রক্ষা ও ড্রেজার ক্রয়ে দুর্নীতি রোধ এবং স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছে প্রবাহমান নদী রক্ষা আন্দোলন।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নদ নদী পুনরুদ্ধার এবং নাব্যতা ফিরিয়ে আনতে ১৯৭২ সালে প্রথম দুটি ড্রেজার ক্রয় করা হয়েছিলো যা এখনও চালু আছে। অথচ পরবর্তীতে ক্রয়কৃত ড্রেজার কর্ণফুলি, কুশিয়ারা ও কপোতাক্ষ অল্প সময়েই নষ্ট হয়ে অকেজো পড়ে আছে।

এ সময় বক্তারা প্রায় ২৪৩ কোটি টাকা ব্যয়ে গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্পের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বিদেশ থেকে সংগৃহীত কর্ণফুলি, কুশিয়ারা ও কপোতাক্ষ ড্রেজারের গুনমত মান পরীক্ষায় স্বতন্ত্র কারিগরি কমিটি গঠন ও অনিয়ম, দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখাসহ ৬ দফা দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

সংগঠনের সমন্বয়ক আমিনুর রাসুল বাবলুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাপার যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, প্রবাহমান নদী রক্ষা আন্দোলনের সদস্য সচিব জসিম ফাতাবী প্রমুখ।

এএস/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।