ছুটির দিনে প্রাণ পেয়েছে বাণিজ্য মেলা
ছুটির দিনে প্রাণ ফিরে পেয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। শুক্রবার মেলার ২৩তম দিনে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে মেলায় যেন তিল ধারণের ঠাঁই নেই। মূল সড়ক থেকে শুরু করে মেলা প্রাঙ্গণ মানুষের পদচারণায় মুখরিত। মেলা শুরু পর থেকে আজকেই সবচেয়ে বেশি লোক-সমাগম হয়েছে বলে জানান মেলার ব্যবসায়ীরা।
হরতাল-অবরোধ আর চলমান রাজনৈতিক অস্থিরতা কারণে গত ২২ দিনে মেলায় কাংখিত লোকসমাগম হয় নি। গত দুইদিন হরতালের পর আজ শুক্রবার রাজধানীতে অবরোধেরও তেমন প্রভাব পড়েনি। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনে হওয়ায় সুযোগটি হাত ছাড়া করেনি ক্রেতা-দর্শনার্থীরা। দুপুরের পর থেকে মেলায় দর্শনার্থী আসা শুরু করে। বিকেলেকানায় কানায় পূর্ণ হয়ে যায় মেলা মাঠ।
দর্শনার্থীরা জানায়, দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় মেলায় আসার সুযোগ পায়নি। আজকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হওয়ায় চলে আসেছি।
শুক্রবার মেলা ঘুরে দেখা যায়, স্টল-প্যাভিলিয়নেও বিক্রেতাদের দম ফেলার সময় নেই। তবে বিক্রেতারা বলছে দর্শনার্থী বেশি হলেও বিক্রি তেমন নেই। সবাই এসে পণ্য দেখছে। কিন্তু কিনছে গুটি কয়েক।
প্রাণ-আরএফএল এর প্যাভিলিয়নে গিয়ে দেখা যায়, প্যাভিলিয়নের প্রতিটি ফ্লোরে বিপুল সংখ্যক ক্রেতা-দর্শনার্থী। ক্রেতারা আরএফএল পণ্য দেখছে। আরএফএল এর সব ধরণের প্লাস্টিক পণ্যে বিশেষ ছাড়ের কারণে পছন্দের পণ্যটি কিনে নিতে কেউ ভুলছেনা।
প্রাণের বিক্রয় সহকারি জেনারেল ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান জাগোনিউজকে বলেন, চাহিদা অনুযায়ি পণ্যের মান ও মূল্য ঠিক রাখায় প্রাণের পণ্যে ক্রেতাদের আকর্ষণ বেশি। তাছাড়া মেলা উপলক্ষে ২১ টি প্যাকেজে ১০ থেকে ২৯ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। আর ছুটির দিনে আজকে বিগত দিনের তুলনায় বিক্রি বেশি হচ্ছে।
মেলায় উত্তরা থেকে আসা আক্তার হোসেন বলেন, কর্মদিবসে মেলায় এতোদিন মেলায় আসার সুযোগ হয় নি। আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চলে আসলাম। বাকী দিনগুলোতে সুযোগ পেলে আবারও মেলায় আসবো। মেলা ঘুরে বিভিন্ন পণ্য দেখছি। পছন্দ হলে কিনে নেবো।
-এসআই/এএইচ