বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করবে: সৈয়দ আশরাফ


প্রকাশিত: ০৯:৩৩ এএম, ৩১ জুলাই ২০১৪

বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ি তাদের আন্দোলন শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার সচিবালয়ে নিজের দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ মন্তব্য করেন।

সৈয়দ আশরাফ বলেন, আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার। তারা তা করতে পারে। ইতোমধ্যে তারা ঘোষণা দিয়েছে শান্তিপূর্ণ আন্দোলন করবে। আশা করি তারা সেভাবেই তা করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে সংঘাতের কোনো আশঙ্কা দেখছি না। জনসাধারণের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

আওয়ামী লীগের ‘মাঠে থাকার’ বিষয়ে প্রশ্ন করা হলে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, “ঈদের পরপরই ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস। আমাদের দল শোক দিবস নিয়েই ব্যস্ত।” শোক দিবসের পর নতুন কর্মসূচি দিবে দলটি বলেও তিনি জানান।

ঈদের পর বাড়ি থেকে মানুষ যেন কর্মস্থলে নির্বিঘ্নে আসতে পারেন, এ জন্য সবার সহযোগিতা দরকার বলে জানান মন্ত্রী।

এর আগে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।