ইলিয়াস কাঞ্চনের চোখে চলমান রাজনৈতিক পরিস্থিতি


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২২ জানুয়ারি ২০১৫

দেশে টানা অবরোধ, হরতাল ও সহিংসতা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে গণতন্ত্র, কতটা প্রভাব পড়েছে শিল্প-সংস্কৃতির জগতে। সম্প্রতির এ বিষয়গুলো নিয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন বলেন, এধরনের পরিস্থিতি কারও কাম্য নয়। রাজনীতিবিদেরা এধরনের অবস্থা চাইলেও সাধারণ মানুষ এতে কষ্ট পাচ্ছে, যা একজন শিল্পীর কাছে অনেক বেশি স্পর্শকাতর একটি ব্যাপার।

অবরোধ, হরতালের প্রভাব শিল্পীদের কাজের উপরও পড়ছে। এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেছেন, শিল্পীদের বরাবরই বিবদমান দু’পক্ষ থেকেই চাপের মুখে থাকতে হয়। ন্যায় কথা বলা এবং মত প্রকাশের স্বাধীনতা এদেশে নেই।

গণতন্ত্র বলতে যেটাকে বোঝায় সেটি বাংলাদেশে নেই বলেই মনে করেন এই অভিনেতা। তার ভাষায় সরকার ও বিরোধীদের মধ্যে এখন একটি যুদ্ধ চলছে।

একদল বলছে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে, আরেক দল বলছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা কাজ করছে। কিন্তু ইলিয়াস কাঞ্চনের মতে, এটি গণতন্ত্র নয়।

তিনি বলেন, গণতন্ত্রের ধাপগুলো প্রতিষ্ঠিত করা দরকার। এদেশে জনগণের ক্ষমতায়ন নেই।

রাজনীতির এই পরিস্থিতির জন্য দলগুলোর ক্ষমতার লোভটিই এখানে মুখ্য হয়ে উঠেছে বলে মনে করেন ইলিয়াস কাঞ্চন।- বিবিসি

-আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।