মেসির গোলে বার্সার জয়


প্রকাশিত: ০৪:০৭ এএম, ২২ জানুয়ারি ২০১৫

কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিওনেল মেসির শেষ সময়ের পেনাল্টি থেকে পাওয়া গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০  গোলে হারিয়েছে বার্সেলোনা।

বুধবার রাতে ন্যু কাম্পে কোপা দেল রের প্রথম লেগে অ্যাটলেটিকোর মুখোমুখি হয়  লুইস এনরিকের দল। মেসি,নেইমার ও লুইস সুয়ারেসকে নিয়ে সাজানো একাদশ প্রথমার্ধে গোলের বেশ কিছু সুযোগ তৈরি করলেও কোনোটাই কাজে লাগাতে পারেনি।

খেলার ৫ম মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ নষ্ট করে ব্রিজিলিয়ান তারকা নেইমার। এরপর এ দলে যোগ দেন মেসি, সুয়ারেসরা। খেলার ৪০ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয় সুয়ারেস।

দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে ‍বুসকেতসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।  মেসির নেয়া পেনাল্টি শট প্রথম দফায় রুখে দিলেও শেষরক্ষা করতে পারেননি ইয়ান ওব্লাক ফিরতি শটে স্লোভেনিয়ার এই গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টিনা ফরোয়ার্ড।

বার্সেলোনাকেও বেশ চাপে রাখে প্রতি-আক্রমণনির্ভর ফুটবল খেলা অ্যাটলেটিকো। শেষ দিকে গোলের সুযোগ তৈরি করেছিল সিমেওনের শিষ্যরাও। কিন্তু আন্তোয়ান গ্রিজমান,ফেরনান্দো তরেস,আরদা তুরান অ্যাটলেটিকো গোল এনে দিতে ব্যর্থ হন। আগামী বুধবার রাতে অ্যাটলেটিকোর মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচে আবার  মুখোমুখি হবে দুই দল।

এমআর


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।