বোমারু বাপ্পির মৃত্যু


প্রকাশিত: ০২:১৩ এএম, ২২ জানুয়ারি ২০১৫

রাজধানীর লালবাগে বাসায় বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত বাপ্পি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে মারা যান বাপ্পি। হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক এ খবর নিশ্চিত করেছেন।

বাপ্পি রাজধানীতে বোমারু বাপ্পি হিসেবে পরিচিত। থানায় একাধিক বিস্ফোরক মামলা থাকায় পুলিশের চোখেও ‘বোমা বাপ্পি’ নামে পরিচিত। চার বিস্ফোরক মামলার ফেরারি আসামী তিনি।

রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন রাস্তার পাশে ৩১/২ নং বাসায় পাঁচ তলার একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্লাটে বোন-দুলাভাই ও ভাগ্নির সাথে থাকতেন বাপ্পি। বুধবার দুপুর আড়াইটার দিকে বিস্ফোরণে নিজের কব্জি হারান মাহবুবুর রহমান বাপ্পী। একই সাথে আজিমপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী মোসাম্মৎ হ্যাপি আক্তার (১৩), ওই বাসায় বেড়াতে আসা ভাগ্নে মো. রিপন ওরফে রিমন (৬) শরীরে বিভিন্ন অংশসহ মুখ ঝলসে যায়। পরে সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।