আগোরা সুইস বেকারিসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৮ আগস্ট ২০১৬

রাজধানীর মগবাজার ও নিউ বেইলি রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আগোরা শপিংমল, সুইস বেকারিসহ তিন প্রতিষ্ঠানকে বৃহস্পতিবার দুপুরে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই’র যৌথ ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করেন। এসময় এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান, ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা ও বিএসটিআই কর্মকর্তা রেজানুর রহমান উপস্থিতি ছিলেন।

এপিবিএন-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, মগবাজার সেলিনা পারভীন সড়কে আগোরা শপিংমলে অভিযানকালে তারা বিএসটিআইয়ের অনুমোদনহীন বিভিন্ন পণ্য যেমন- ইলভাইভ, ডায়াবেটাসল, লিপজেল, হেয়ার জেল, শ্যাম্পু, বগুড়া শাহী স্পেশাল দই, লিকুইড দুধ, পাউডার, সাবান, টুথপেস্ট ইত্যাদি লাইসেন্স ছাড়া বিক্রয় করছিল। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা তাদের এক লাখ টাকা জরিমানা করেন।

অপরদিকে মগবাজার চৌরাস্তার থ্রি স্টার রেস্টুরেন্টকে নোঙরা পরিবেশে বাসি পচা খাবার পরিবেশন করায় ৪০ হাজার টাকা এবং বেইলি রোডের সুইস বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান সাইদুর রহমান।

এমইউ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।