২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ২১ জানুয়ারি ২০১৫

আগামী ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পক্ষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আরও বলেন, বর্তমানে দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৮ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের অবশিষ্ট জনগণকে দ্রুত বিদ্যুৎ সুবিধার আওতায় আনার জন্য ২০১০ সালে প্রণীত পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০২১ সালের মধ্যে সকল নাগরিকের জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা সম্ভবপর হবে বলে আশা করা যায়।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।